ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুদ্ধ আরও ছাড়িয়ে পড়তে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে গত রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়। তবে মার্কিন হমলার দুদিন পরেই ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতির ঘোষণায় আসায় আতঙ্ক কেটে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিক সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। একই সঙ্গে লেনদেন বেড়ে সাড়ে তিনশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় অধিক প্রতিষ্ঠান রয়েছে। ফলে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগ শনিবার রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই আতঙ্কে বিক্রির চাপ বাড়ান বিনিয়োগকারীদের একটি অংশ। ফলে দেশের শেয়ারবাজারে ঢালাও দরাপতন হয়। সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে যায়। পরের কার্যদিবস সোমবার মূল্যসূচক বাড়লেও লেনদেন তিনশ কোটি টাকার নিচে থাকে। এ পরিস্থিতিতে মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই গুঞ্জন ছড়াতে থাকে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতিতে যাচ্ছে। ফলে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে।

শেয়ারবাজারে লেনদেন চলাকালীন স্পষ্ট হয়ে যায় ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতিতে যাচ্ছে। ফলে লেনদেনের পুরো সময়জুড়েই দাম বাড়ার তালিকায় অধিক সংখ্যক প্রতিষ্ঠান থাকে। ভালো, মন্দ সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় থাকায় সবকয়টি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯২টির। এছাড়া ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির শেয়ারের দাম বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত