ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

মোহামেডানের জয়রথ ছুটছেই

মোহামেডানের জয়রথ ছুটছেই

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফটবলে রীতিমত উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে সাদা কালোরা। টানা জয়ে অষ্টম রাউন্ড শেষে শীর্ষেই রয়েছে তারা। গতকাল শুক্রবার ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে সাদা কালোরা। প্রথম লেগের আর এক ম্যাচ বাকি। অন্যদিকে প্রথম জয়ের দেখা পেল তলানীতে থাকা চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই গোলের নেশায় খেলতে থাকেন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। ১২ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। ব্যাস, ওই শেষ। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল। এই জয়ে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষেই থাকল মোহামেডান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স।

এদিকে লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মতিঝিল পাড়ার আরেকটি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স। গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে উজবেকিস্তানের তিন ফুটবলারের কল্যাণে বেশ দাপটের সঙ্গেই তারা জিতেছে পড়শী ঢাকা ওয়ান্ডারার্সের সঙ্গে। জয়ের ব্যবধান ৪-১ গোলের। জয়ী দলের হয়ে রাফায়েল তুদু, উজবেকিস্তানের কোচনেভ ও সরদার জাহনভ এবং আকভির তুরায়েভ একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের হয়ে এক গোল শোধ দেন সাকিব বেপারি। এর আগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথম জয় ছিল ফকিরেরপুলের। এই জয়ে আট ম্যাচে ছয় পয়েণ্ট নিয়ে অষ্টমস্থানে তারা। সমান ম্যাচ খেলে চারপয়েন্ট নিয়ে পরের স্থানে ওয়ান্ডারার্স। অন্যদিকে লিগে প্রথম জয়ের দেখা পেলে চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে পুলিশকে। তাদের জয়ের নায়ক মিডফিল্ডার ফাহিম মোর্শেদ। অবশ্য একটি পেনাল্টি মিস করেন পুলিশের আবু শায়েদ। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট পেলেও টেবিলের তলানীতেই থাকল চট্টলার দলটি। সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত