ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শাহবাজ ওমানে সালমা নেপালে

শাহবাজ ওমানে সালমা নেপালে

ক্রীড়াবিদদের মতো বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করে থাকেন আম্পায়ার ও রেফারিরাও। সেই ধারাবাহিকতায় ওমানে যাচ্ছেন হকির আম্পায়ার শাহবাজ আলী এবং নেপালে যাচ্ছেন ফুটবলে এএফসি এলিট প্যানেলের রেফারি সালমা আক্তার। এফআইএইচ নেশন কাপের দুই টুর্নামেন্টে আম্পায়ারিং করতে বৃহস্পতিবার ওমানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শাহবাজ। শনিবার সালমা নেপালের কাঠমান্ডু যাবেন চার জাতির নারী ফুটবল টুর্নামেন্টের জন্য। বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী ও শাহবাজ অবশ্য বছরে কয়েকবার আন্তর্জাতিক খেলা পরিচালনা করতে বিদেশে গেছেন। সেলিম লাকী বিশ্ব হকি ফেডারেশনের অন্যতম এলিট আম্পায়ার।

লাকীর উত্তরসূরি শাহবাজও সেই পথে হাঁটছেন। তার কথা, ‘এই টুর্নামেন্টে এশিয়ার বাইরে আমেরিকা, ইউরোপ, আফ্রিকার দেশও রয়েছে। বহুজাতিক এই টুর্নামেন্টে এশিয়ার মাত্র চার জন আম্পায়ার সুযোগ পেয়েছে। ওমানে ভালো করতে পারলে এলিট প্যানেলে প্রবেশের সুযোগ হতে পারে আমার জন্য।’ সাফে বাংলাদেশের কাছে হেরে শিরোপা খোয়ানো নেপাল ১৭-২৬ ফেব্রুয়ারি লেবানন, কিরগিজস্তান ও মিয়ানমারকে নিয়ে চারজাতির টুর্নামেন্ট আয়োজন করছে। এই টুর্নামেন্টে নেপাল বাংলাদেশ থেকে রেফারি আমন্ত্রণ জানিয়েছে। এএফসির এলিট প্যানেলে থাকা সালমা নেপালে চার জাতির টুর্নামেন্টে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত