
ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার মিশন শুরু হয়েছে তার স্বভাবসুলভ ভঙ্গিতেই জোড়া গোল করে। আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল। গত শনিবারের ম্যাচটি পর্তুগিজদের জন্য ছিল আবেগঘন, কারণ জুলাই মাসে গাড়ি দুর্ঘটনায় তাদের ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা মারা যাওয়ার পর এটিই ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। খেলা শুরুর আগে জোতার জন্য উভয় দল এক মিনিট নীরবতা পালন করে। খেলা শুরুর পর দাপট দেখাতে থাকেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। দুই গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার (১৪০ গোল) রেকর্ড আরও বাড়িয়ে নেন তিনি। পেশাদার ফুটবলে গোলসংখ্যা হয়ে যায় ৯৪২।
৪০ বছর বয়সি এই ফুটবল তারকা সব ট্রফি জিতলেও বিশ্বকাপ এখনও জিততে পারেননি, ২০২২ বিশ্বকাপে যা জিতে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ রোনালদোর জন্য সম্ভবত শেষ সুযোগ। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদো, ভাজগেন সারগসিয়ান রিপাবলিকান স্টেডিয়ামে পর্তুগালের হয়ে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে গ্রুপ এফ-এ ঝড়ো সূচনা করলেন। তার করা প্রথম গোলটি ছিল দেখার মতো। এছাড়া জোয়াও ফেলিক্সও দুটি গোল করেন, এর মধ্যে ১০ মিনিটেই দলের হয়ে পান প্রথম গোল। বাকি গোল আসে জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে। দলের তৃতীয় গোলটি করেন তিনি। গোল করার পর আকাশের দিকে হাত তুলে ইশারা করে তিনি স্মরণ করেন দিয়োগো জোতার স্বাক্ষর উদযাপনকে।
ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আগেও বলেছি, প্রস্তুতি ভালো ছিল, খেলোয়াড়দের আচরণ এবং তাদের কাজও ছিল দারুণ।