ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পিএসএলের ভেন্যুর পাশে ড্রোন হামলা

ফিরে আসছেন রিশাদ-নাহিদ

ফিরে আসছেন রিশাদ-নাহিদ

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের বেশ কয়েকটি জায়গা পাল্টা আক্রমণ করেছে। এর প্রভাব পড়েছে দুই দেশে চলা দুই ফ্র্যাঞ্চাইজি লিগেও। ভারতের হামলার পর থেকেই পিএসএলে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগ রাখছিল বিসিবি। পিসিবিও ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল। রিশাদ-নাহিদ রানাও জানিয়েছিলেন, পাকিস্তানে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। শেষ পর্যন্ত পিএসএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদকে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর গতকাল পাকিস্তানে ড্রোন হামলাও চালিয়েছে ভারত। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন। এই ঘটনার পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে। কাল এ মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদ রানার দল পেশোয়ার জালমির। ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র জানিয়েছে, পিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্টে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি। বাংলাদেশের দুই ক্রিকেটারও বিসিবিকে তাদের ফিরে আসার ইচ্ছের কথা জানিয়েছেন বলে জানা গেছে। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন, এটা নিশ্চিত। কবে, কখন, কীভাবে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে। ওদিকে পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে।’

এর আগে গত বুধবার বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে সভার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, রিশাদ ও নাহিদ রানার সঙ্গে তার কথা হয়েছে। দুজনই তাকে জানিয়েছেন তারা সেখানে ভালো আছেন। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টেও রিশাদ সেরকমই বুঝিয়েছেন। তিনি লিখেছেন, সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এর আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও একটি ছবি দিয়েছেন রিশাদ, যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’। এসব পোস্ট দেখে মনে হচ্ছিল, পাকিস্তানে নিরাপদেই আছেন রিশাদ ও নাহিদ রানা। কিন্তু ভারতের ড্রোন হামলা পিএসএলের ভেন্যুতেই আঘাত করার পর সেখানে আর নিরাপদ বোধ করার কোনো কারণ নেই তাদের। এদিকে একটি সূত্র জানিয়েছে, রিশাদ ও নাহিদের দেশে ফিরে আসা অনেকটাই নিশ্চিত। তবে পাকিস্তানের আকাশসীমা নিয়ে দেশটি কী সিদ্ধান্ত নেয় সেটি দেখে দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বিসিবি। এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ও রিশাদের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তারা। ‘পিসিবি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বিসিবি, যাতে পাকিস্তানে থাকাকালে ক্রিকেটাররা নিরাপদ ও সুরক্ষিত বোধ করে। পাশাপাশি পাকিস্তান থেকে তাদের নিরাপদে ও সময়মতো প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বোর্ড।’ সূচি অনুযায়ী আগামী ১৮ মে পিএসএলের ফাইনাল হওয়ার কথা। এরপর সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলে আগামী ২১ মে পাকিস্তানে পা রাখার কথা লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসানদের। উদ্ভূত পরিস্থিতিতে সেই সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছে না।

রিশাদ,নাহিদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত