ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ কৃষি ব্যাংকে আলোচনা সভা

বাংলাদেশ কৃষি ব্যাংকে আলোচনা সভা

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সভায় বক্তাগণ জুলাই-আগস্ট-২০২৪-এর গৌরবময় আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আঃ রহিম, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, মূখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আলোচনা সভা,বাংলাদেশ কৃষি ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত