গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় নারীর সমতা ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রান্তিক জন গোষ্ঠীর উন্নয়ন-ইম্পাওয়ার প্রকল্পের আওতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড(সিইএফ)-এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামালের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা) এসএম হাবিবুল হাসান, মহিলাবিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার খায়রুল আলম, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা।