ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৫ম সভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মত হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সদর উপজেলার ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সিন্ডিকেটে ২৬টি পদের মধ্যে দুই জন সংসদ সদস্যসহ ৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে। ৫ম সিন্ডিকেট সভায় ১৮ জন সিন্ডিকেট সদস্য সশরীরে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সিন্ডিকেট সভা শুরু হয়।

স্মরণ করা হয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের। সভায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম ৪টি সভা ঢাকায় অনুষ্ঠিত হলেও গতবছর অক্টোবরে নতুন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ যোগদানের পর হবিগঞ্জে পরবর্তী সিন্ডিকেট সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত