ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকুন্দিয়ায় মিলে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

পাকুন্দিয়ায় মিলে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে জিসান অয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী (৩৫) পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন জানান, পাকুন্দিয়ার

পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে দুই বছর ধরে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন সাথী। কাজ করার এক পর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত