
আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভু-সম্পতি বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার রেলওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সান্তাহার রেলক্রসিং এলাকাসহ অন্য এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভু-সম্পত্তি অফিসার (ডিইও) আরিফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। তাকে সহযোগিতা করেন, বগুড়া জেলার সহকারী কমিশনার পাসওয়ার তানজামুল ইসলাম, সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম, কানুনগো মনোয়ার হোসেন।
জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশন, রেলগেটসহ রেলওয়ের জায়গায় গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এই অবৈধ স্থাপনা থাকায় কিছু দিন পূর্বে রেলগেটে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হন।