
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আকাশ নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত আকাশ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে অনুষদ ভবনের ১০৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিভাগ সূত্রে জানা যায়, ওই রুমের ফ্যানগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আগেই নোটিশ করা হয়েছিল ইঞ্জিনিয়ার অফিসকে। চিফ ইঞ্জিনিয়ার ঢাকা থাকায় অন্য একজন ইঞ্জিনিয়ার আসার কথা ছিল। তার সঙ্গেও কথা বলে ওইদিন ৪টা পর্যন্ত বিভাগের সভাপতি অপেক্ষায় থাকলেও ইঞ্জিনিয়ার আসেনি।
আহত শিক্ষার্থী বলেন, আমরা দুজনেই পাশাপাশি বেঞ্চে বসে ছিলাম। হঠাৎ করে ফ্যানটা এসে পরে এবং আমার পায়ে আঘাত লাগে। দায়িত্বরত চিকিৎসক শাহেদ আহম্মদ বলেন, ফ্যান পরার ঘটনায় একজন এসেছিল। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আঘাত বেশি গুরুতর নয়।
এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন বলেন, আমি ঢাকা থাকায় অন্য একজনের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম। আমার জানামতে সে পর্যবেক্ষণে গিয়েছিল। তারপরও আমি ঢাকা থেকে ফিরে আগামীকাল নিজে গিয়ে দেখব।