ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিআর পদ্ধতি উপমহাদেশের কোথাও নেই

কুমিল্লায় বরকত উল্লাহ বুলু
পিআর পদ্ধতি উপমহাদেশের কোথাও নেই

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই। যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায়- তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। গতকাল সোমবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, যারা বিএনপিকে বলেন, বিএনপি নেত্রী প্রশাসন দখল করে আছেন। আমি তাদের উদ্দেশে বলতে চাই, কারা প্রশাসন দখল করেছেন, আজকে বাংলাদেশে বৈষম্যবিরোধী ভাইয়েরা যদি কোনো চাঁদা নেয় এটা ডোনেশন হয়ে যায়, আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে রেখেছে- ওটা নাকি পুনরুদ্ধার। আর বিএনপি যদি ১০ টাকা নেয় এটা চাঁদাবাজি হয়ে যায়। বিভিন্নভাবে আজকে মানুষের চরিত্র হননের জন্য একটা মিডিয়া কাজ করছেন। এ মিডিয়া দিয়ে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি আমিন উর-রশিদ ইয়াছিন। উদ্বোধন করেন- কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ূমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত