ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জেলেদের মাঝে চাল বিতরণ

জেলেদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীর দশমিনায় ১,৪৫৫ জন জেলেকে খাদ্য প্রণোদনার অংশ হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ জেলের চাল বিতরণ করা হয়। এদিকে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মা ইলিশ সংরক্ষণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে টহল হোড়দার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগ চলতি মাসের ৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সব ধরনের মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের ২৫ কেজি করে বাঁশবাড়িয়ার ১,৪৫৫ জন জেলেকে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ট্র্যাক অফিসার ও উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো, সবুজ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, ইউপি সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমার এ ইউনিয়ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী ভাঙনকবলিত এবং জেলে পরিবার। নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য প্রণোদনা দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার সময়ে এনজিও’র ঋণের কিস্তি বন্ধ থাকলে জেলেদের এত চিন্তায় পড়তে হত না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত