ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খান বাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকীতে সেমিনার

খান বাহাদুর আহ্ছানউল্লার  জন্মবার্ষিকীতে সেমিনার

শ্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খান বাহাদুর আহ্ছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় নলতা শরিফ প্রাঙ্গণে অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক শিক্ষা বিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সমাজ ভাবনা সংগঠনের রূপকার আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত শাহাসূফী আলহাজ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি এএইচএ মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর একরাম হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন- আহ্ছানউল্লা গবেষক খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন- খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটি উপাচার্য ডক্টর মো. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর আহসানুল হাদী, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য ইকবাল মাসুদ। অনুষ্ঠানে বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অগ্রদূত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট গবেষক ড. একরাম হোসেনকে খান বাহাদুর আহ্ছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। তাকে একটি মেডেল, এক লাখ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন জাতীয় পর্যায়ের এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন- নলতা শরিফ জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত