
নারায়ণগঞ্জে সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ।
সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মনির হোসেন। এরপর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর আন্দোলন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি এবং স্বাধীন বাংলাদেশে নিহত সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান তার সাংগঠনিক রিপোর্টে সভাপতি আবু সাউদ মাসুদের ওপর বিগত সময়ে সংঘটিত নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন।
অর্থ সম্পাদক মোশতাক আহমেদ শাওন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সদস্যদের সমর্থন ও হাত তোলার মাধ্যমে উভয় রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যসহ সকল সদস্যরা উপস্থিত ছিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহিন বলেন, আপনাদের সভাপতি আবু সাউদ মাসুদ বলেছেন সাংবাদিকদের ওপর হাত উঠলে সেই হাত ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেয়া হবে। আমি এর সঙ্গে যুক্ত করে বলতে চাই, সাংবাদিকদের বিরুদ্ধে যদি আর একটি মামলাও হয়, কিংবা সাংবাদিকদের বিরুদ্ধে যদি একটি ‘টু’ শব্দও উচ্চারিত হয়- নিবন্ধিত এই নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পাশে আমরা দাঁড়াব। প্রয়োজনে দেখবো প্রশাসনের এসপি-ডিসি কীভাবে এখানে থাকে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা এখন আমাদের শাখা করার জন্য জানাচ্ছে, কিন্তু আমরা করছিনা, অনেক বিচার-বিশ্লেষণ করছি।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকলেও নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান- নতুন বাংলাদেশ যেন নতুন ফ্যাসিবাদের হাতে না পড়ে, সে বিষয়ে সতর্ক ভূমিকা রাখতে হবে। তিনি রাজউকের পরিকল্পনা, নিয়মতান্ত্রিক অনিয়ম, রাষ্ট্রের দুর্বৃত্তায়ন, সিটি করপোরেশনের জবাবদিহি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, দেড় বছরে নারায়ণগঞ্জে ১৪২টি ঘটনায় ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি হয়েছে, যা অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এ সময় আরও বক্তব্য রাখেন এনইউজে সদস্য ফররুখ খসরু, সোনিয়া দেওয়ান প্রীতি, আবু সাউদ তানভীর, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।