
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের বিক্ষোভে রেললাইনে আগুন দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘোষণার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেন।
বিকাল ৪টার দিকে বিক্ষোভকারীরা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে রেললাইনে টায়ার ও গাছের টুকরা জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ট্রেন চলাচল বন্ধ হওয়া সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষোভের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে। মনোনয়ন পাওয়ার পর আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শান্তি ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই তার লক্ষ্য। অন্যদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান বলেন, অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির বিভিন্ন গ্রুপ এক হয়ে প্রতিবাদ করছে।
সিদ্দিকুর রহমান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত সঠিক হয়নি।