ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে উত্তপ্ত গফরগাঁও

বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে উত্তপ্ত গফরগাঁও

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের বিক্ষোভে রেললাইনে আগুন দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘোষণার প্রতিবাদে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেন।

বিকাল ৪টার দিকে বিক্ষোভকারীরা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে রেললাইনে টায়ার ও গাছের টুকরা জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

এতে ট্রেন চলাচল বন্ধ হওয়া সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষোভের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে। মনোনয়ন পাওয়ার পর আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শান্তি ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই তার লক্ষ্য। অন্যদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান বলেন, অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির বিভিন্ন গ্রুপ এক হয়ে প্রতিবাদ করছে।

সিদ্দিকুর রহমান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত সঠিক হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত