ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা

‘আমি তো এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমারই ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। আমার বিশ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ ‘সম্পূণ বাংলাদেশকে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই’
সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা

মেহজাবীন চৌধুরী, বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী। এক দশকেরও বেশি সময় ধরে মেহজাবীন তার নিজের শীর্ষ অবস্থানকে শুধুই অভিনয় দিয়েই ধরে রেখেছেন। মাঝে কয়েকটা বছর তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নাট্যাঙ্গনে তিনি জাত অভিনেত্রী হিসেবে তিনি তার অবস্থান শক্ত করেছেন। একের পর এক নাটকে অভিনয় করে মেহজাবীন নিয়মিত প্রশংসায় ভেসেছেন। পরবর্তীতে ওটিটি প্লাটফরমে অভিনয় করেও তিনি ভূঁয়সী প্রশংসা কুঁড়িয়েছেন। আবার গত বছরের শেষপ্রান্তে ‘প্রিয় মালতী’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় মেহজাবীন বাংলাদেশের বহু প্রতিথযশা সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। বড় বোন মেহজাবীনের অনুপ্রাণিত হয়ে তারই ছোট বোন মালাইকার অভিনয়ে অভিষেক হয় গেল বছরের ২৬ ডিসেম্বর। সেদিন ইউটিউবে প্রকাশ পায় মেহজাবীনের গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকটি। এই নাটকেই অভিষেক হয় মেহজাবীনের বোন মালাইকা চৌধুরীর। জোভানের সঙ্গে মালাইকার অভিনয় বেশ প্রশংসিত হয়। এখন পর্যন্ত ইউটিউবে নাটকটি এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছে। অনেকেই মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ করতে চাচ্ছেন। কিন্তু মালাইকা সময় নিচ্ছে না। গল্প ভালো লাগলে চিন্তা করবেন পরবর্তী কাজ নিয়ে। এদিকে এবারই প্রথম মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরীর প্রথমবার একইমঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন চৌধুরী।

তিনি জানান, আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিকালে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরে সম্মাননা প্রদান করা হবে। মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমিতো এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমারই ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। আমার বিশ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশকে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।’ ‘সম্পূর্ণা বাংলাদেশের প্রেসিডেন্ট (সুব্রত দে’র স্ত্রী) অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘আমি চেয়েছিলাম দুই বোনকে একইমঞ্চে সম্মাননা জানাই। দুই বোন আমার এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছে। তাতে আমিও বেশ পুলকিত। বিশেষত কৃতজ্ঞতা মেহজাবীন চৌধুরীর প্রতি। নিঃসন্দেহে বলতে হয় মেহজাবীন আমাদের প্রজন্মের সুপারস্টার। কিন্তু অতি সাধারণ একজন মানুষই মনে করেন তিনি নিজেকে। নিজের চোখের সামনে তার উত্থানকে দেখেছি, দেখেছি সেই উত্থানকে ধরে রেখে মেইনটেইন করে এগিয়ে যেতে। আই জাস্ট স্যালুট টু মেহজাবীন।’

মেহজাবীন,মালাইকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত