ঈদে এবার প্রথমবারের মতো কমার্শিয়াল সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমা দিয়ে তার রাজকীয় অভিষেক হলো। ছোটপর্দার অভিনেত্রীদের নিয়ে অনেকের সমালোচনা থাকলেও, এ সিনেমা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছেন ফারিণ। প্রথম সিনেমাতেই এখন দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি। দর্শকের মন্তব্য, ‘ইনসাফ’ সিনেমায় ফারিনের এন্ট্রি ছিল চমৎকার, সঙ্গে শাড়ি পরা ফাইট সিকোয়েন্স তো ছিল দুর্দান্ত! পুলিশের ‘জাহান’ চরিত্রে ফারিণ ছাড়া আর কাউকে এতোটা মানাতোনা বলেও অনেকে মন্তব্য করেন। ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি দিয়ে সিনেমা মুক্তির আগেই সামাজিক মাধ্যমে ঝড় তোলেন তিনি। ফারিণ নিজেও সিনেমাটি নিয়ে শুরু থেকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। অবশেষে প্রথম সিনেমা দিয়েই বাণিজ্যিক সিনেমায় নিজের প্রমাণ দিলেন তিনি। এতে আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও মিশা সওদাগরসহ অনেকে। ২০২৪ সালের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ধ্রুব হাসান পরিচালিত ও ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমা। তবে এটিকে অভিনেত্রী প্রথম সিনেমা বলতে নারাজ। তার ভাষ্য, ‘এ সিনেমাটি বেশ কয়েক বছর ধরে আটকে ছিল। আমি চেয়েছি যেন সিনেমাটির কাজ শেষ হয়। তবে আমার সব সময় ইচ্ছে ছিল পরিপূর্ণ একটা বাণিজ্যিক সিনেমা দিয়ে দর্শকের সামনে আসার জন্য। ‘ইনসাফ’ আমার সে রকম একটি সিনেমা।’