ওমরাহ পালনে মেনিনজাইটিসের টিকার যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এ সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। নতুন বিজ্ঞপ্তির ফলে ওমরাহ পালনে মেনিনজাইটিসের টিকার বাধ্যবাধকতা আর থাকছে না। এর আগে গত মাসের (জানুয়ারি) শেষ দিকে টিকা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি আরব। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। জানুয়ারির শেষ দিকে সৌদির আলোকে নির্দেশনা দিয়েছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছিল, এক বছরের নিচের শিশুদের এ টিকা নেয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকে সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না। এদিকে কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন দপ্তর এরই মধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনাও দিয়েছে।