ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রগতি ইন্ডাস্ট্রিজ ও নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি

প্রগতি ইন্ডাস্ট্রিজ ও নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাভানা লিমিটেডের মধ্যে টয়োটা হাইয়েস মাইক্রোবাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত। গতকাল দুপুরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) সভাকক্ষে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও নাভানা লিমিটেডের মধ্যে টয়োটা হাইয়েস মাইক্রোবাস সরবরাহ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ মঞ্জুরুল হাফিজ, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন, বিএসইসি সচিব এ.কে.এম. আনোয়ার মোর্শেদ এবং বিএসইসি’র সকল বিভাগীয় প্রধানগণ। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নাভানা লিমিটেডের দায়িত্বশীল কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিআইএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এই চুক্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে টয়োটা হাইয়েস মাইক্রোবাসের চাহিদা পূরণ সম্ভব হবে। একইসঙ্গে এটি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একটি লাভজনক সরকারি প্রতিষ্ঠান হিসেবে মুনাফার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।’ বিএসইসি চেয়ারম্যান মহোদয় চুক্তি স্বাক্ষর উপলক্ষে উভয় প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান এবং বলেন, “এই অংশীদারিত্ব দেশের অটোমোবাইল শিল্পকে আরও বেগবান করবে। পাশাপাশি ভবিষ্যতে টয়োটা ব্র্যান্ডের অন্যান্য মডেলের গাড়ি বাজারজাতকরণের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে।” এই চুক্তি দেশের শিল্পোন্নয়ন ও পরিবহন খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা যাচ্ছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত