জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে যারা আহত তাদের প্রাণী সম্পদ খাতের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কিছু করা উচিত।
তাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিভাগে কর্মসংস্থান সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রোববার রাজধানীর কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা কদিন আগেও কর্মক্ষম ছিল। আহত হওয়ার কারণে তারা যেন আমাদের মূল স্রোতের বাইরে চলে যেতে না পারে সেজন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, খামারি সেক্টরে আরো বেশি করে কীভাবে প্রণোদনা দেয়া যায় সেটা সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। তিনি বলেন, দুধ বর্তমানে শুধু একটি পণ্য নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এজন্য আমাদের মায়েরা বলে থাকেন আমার সন্তান যেন থাকে দুধেভাতে।
উপদেষ্টা বলেন, প্রতিবছর ১ লাখ ১৮ হাজার টন গুঁড়ো দুধ বিদেশ থেকে আমদানি করা হয় এবং এই আমদানি ব্যয় মেটাতে গিয়ে আমাদের প্রতিবছর ৪০০০ কোটি টাকা ব্যয় করতে হয়। আগামীতে যাতে এই ধরনের দুধ আমদানি করতে না হয় এবং বাংলাদেশি উন্নত মানের দুধ উৎপাদন করা যায়, সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। এতে একদিকে যেমন বিদেশি আমদানি কমবে তেমনিভাবে আমাদের দেশেও খামারিরা উপকৃত হবে। তিনি বলেন, সরকার কৃষি খাতে যদি ভর্তুকি দিতে পারে খামারিদের ক্ষেত্রে কেন পারবে না। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।