বিশ্ব কাবাডির চ্যাম্পিয়ন ভারত কিংবা রানার্সআপ ইরান নয়, আসছে না অন্যতম পরাশক্তি পাকিস্তানও। জাতীয় খেলা কাবাডির উন্নয়নে জাতীয় দলকে টেস্ট সিরিজ খেলানোর জন্য আনা হচ্ছে নেপালকে! যদিও আগে বলা হয়েছিল শ্রীলঙ্কা আসবে। এই দ্বীপ দেশটি খেলতে অপারগতা প্রকাশ করায় আনা হচ্ছে হিমালয়কন্যার দেশটিকে।
জানা গেছে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছে নেপাল। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার।
এই সময়ে তাদের আসা খানিকটা কষ্টকর হওয়ায় তারা এপ্রিলের আগে আসতে পারবে না। তবে নেপাল রাজী হওয়ায় তাদেরকে আনা হচ্ছে। এছাড়া আমাদের মেয়েদেরকে নেপালে খেলারও আমন্ত্রণ জানিয়েছে হিমালয়ের দেশটি।’
তবে নেপালের সঙ্গে কাবাডি খেলে বাংলাদেশের কোন লাভ হবে না বলেই মনে করেন কাবাডি সংশ্লিষ্টরা। এদিকে জাতীয় পুরুষ কাবাডি দল ছেড়ে চলে গেছেন অন্যতম নির্ভরযোগ্য রেইডার শাহ মো. শাহান।
সূত্রে জানা গেছে, নেপালের ফ্রাঞ্চাইজি লিগে হিমালয় রাইডার্সে খেলার সময় পায়ের গোড়ালি মচকে গেছে ও হাতের কব্জি ফেটে যাওয়ায় ক্যাম্প ছেড়ে চলে গেছেন তিনি। কাবাডি স্টেডিয়ামে রাষ্ট্রীয় কাজে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে। তাই নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ পল্টন ময়দানে আয়োজন করবে ফেডারেশন। আগামীকাল থেকে পল্টন ময়দান কাবাডি কোর্ট স্থাপন ও প্রয়োজনীয় সজ্জার কাজ শুরু হবে।