ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ের পিঁড়িতে সাফজয়ী আঁখি

বিয়ের পিঁড়িতে সাফজয়ী আঁখি

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা ডিফেন্ডার আঁখি খাতুন একজন। আলোচিত এই নারী ফুটবল খেলোয়াড়ের খেলা দেখতে ৪ বছর আগে চীন থেকে দেশে ফিরেছিলেন চায়না এইজ জি এ টেনিস ক্লাবের কোচ শরিফুল ইসলাম টিংকু। খেলা দেখতে এসে মাঠে পরিচয় হয় আঁখির সঙ্গে। ভালোলাগা থেকে শুরু হয় দুইজনের প্রেম। অবশেষে প্রিয় মানুষকে জীবন সঙ্গী করতেই বিয়ের পিঁড়িতে বসলেন খেলোয়াড় আঁখি খাতুন। গতকাল রোববার সকালে এভাবেই কথাগুলো বলছিলেন আঁখির বাবা আক্তার হোসেন। তিনি জানান, দুইজনের পছন্দের পরই গত শুক্রবার দুই পরিবারের সম্মতিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বাবাড়িয়া এলাকায় আঁখি খাতুনের পিত্রালয়ে বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে আঁখি ও তার স্বামী শাহজাদপুরে আমার বাড়িতে অবস্থান করছে। বর ও কনেকে এক নজর দেখতে আঁখি খাতুনের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। আক্তার হোসেন আরো বলেন, আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি তারা দুইজন ঢাকায় যাবে। সেখান থেকে চীনে যাওয়ার কথা আছে। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আমি সবার কাছে দোয়া চাই।

জানা যায়, আঁখির স্বামী মোহাম্মদ শরিফুল ইসলাম টিংকু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র। তার বাড়ি রাজশাহীর রাজপাড়া এলাকায়। তিনি বর্তমানে চীনের এইজ জি এ টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত। আর আঁখি খেলছেন চায়নার স্ককর ওয়ার্ড ক্লাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত