তারুণ্যের উৎসবে জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্সের পুরুষ বিভাগে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের রাজীব চাকমা ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির বনফুলি চাকমা। গতকাল মঙ্গলবার শেলটেক ও গ্রীর সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে রাজীব ৬৭.৫৫ স্কোরে এবং বনফুলি ৩৭.১০ স্কোর পেয়ে সেরা হন। দলগত ইভেন্টের পুরুষ ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে কসমো স্কুল অ্যান্ড কলেজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
এ সময় আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) সিফাত-ই-খোদা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল উপস্থিত ছিলেন।