ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার প্রদান আজ

কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার প্রদান আজ

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আরচার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমাও। এই দুই বিভাগের বিজয়ীর নাম হোটেল সোনারগাঁওয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ বছর ১৫টি বিভাগে ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

বর্ষসেরা অন্য মনোনীতরা হলেন- বর্ষসেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা অ্যাথলেট জহির রায়হান, বর্ষসেরা আরচার সাগর ইসলাম, বর্ষসেরা দাবাড়ু মনন রেজা নীড়, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার নাহিদ রানা, বর্ষসেরা দল যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল, সক্রিয় সংস্থা যশোরের শামস্-উল-হুদা ফুটবল একাডেমি, বর্ষসেরা কোচ হকির মওদুদুর রহমান শুভ, বিশেষ সম্মাননা সাবেক ভারোত্তোলক হামিদুল ইসলাম, তৃণমূল সংগঠক রাঙামাটির বীরসেন চাকমা, সেরা সংগঠক কিংসের সভাপতি ইমরুল হাসান এবং বর্ষসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত