ম্যাচ চলাকালে হঠাৎ মেজাজ হারিয়ে বড় শাস্তি পেলেন জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন। ঘটনা ২ মের। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে উত্তেজিত হয়ে ম্যাচ অফিসিয়াকে ধাক্কা মেরেছিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। অবশেষে তাকে কড়া শাস্তি দেয়ার কথা জানানো হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শৃঙ্খলা কমিটি এই ডিফেন্ডারকে বাফুফে আয়োজিত সব খেলায় ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে তাদের ছয়টি হোম ম্যাচের জন্য ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
শৃঙ্খলা কমিটি গত বুধবার শাস্তির বিষয়ে সভা করে। তবে শাস্তির খবর বাফুফে প্রকাশ করল গতকাল শুক্রবার ভোরে। এই কমিটি কিংসের সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সিকেও শাস্তি দিয়েছে। এই মাসের শুরুতে কিংস এবং আবাহনীর মধ্যকার ম্যাচে আবাহনীর কর্মকর্তাদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য পূর্বে ধার্য করা দুই ম্যাচের সঙ্গে আরও দুই ম্যাচ মিলিয়ে মোট চার ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩.১ ধারা অনুযায়ী, বসুন্ধরা কিংসকে তাদের পরবর্তী হোম ম্যাচগুলোর আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তাদের দর্শকদের উচ্ছৃঙ্খল কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ ‘বাফুফের শৃঙ্খলাবিধির ২৪ ধারা অনুযায়ী, দর্শক বা সমর্থকদের বারবার উচ্ছৃঙ্খল কার্যকলাপের কারণে বসুন্ধরা কিংসের পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শক বা সমর্থকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে, বাফুফের শৃঙ্খলাবিধির ৩৩ ধারা অনুযায়ী, বাফুফের কর্মকর্তারা পরবর্তী ছয় মাস বসুন্ধরা কিংসের হোম ম্যাচগুলি পর্যবেক্ষণ করবেন এবং দর্শক বা সমর্থকরা আবারও একই ধরনের উচ্ছৃঙ্খল কার্যকলাপ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।’ গত ২ মে লীগ ম্যাচে লাল কার্ড দেখার পর ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জীকে ধাক্কা মেরে গলায় চেপে ধরেছিলেন সিলেটের এই খেলোয়াড়। নিষেধাজ্ঞার পাশাপাশি এই ঘটনার জন্য সাদ উদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকলেও এই সময়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলতে পারবেন সাদ।