ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিবিএফ সভাপতিকে অপসারণ

ব্রাজিলকে নিষিদ্ধ করবে ফিফা?

ব্রাজিলকে নিষিদ্ধ করবে ফিফা?

আনচেলত্তির পেছনে অনেক দিন ধরেই লেগে ছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। অবশেষে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করেছেন তিনি। কিন্তু ২৬ মে থেকে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে চললেও নিজের চেয়ার হারিয়েছেন রদ্রিগেজ। তাকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। একইসঙ্গে সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি করে দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচনের আদেশও দেওয়া হয়েছে। নতুন করে সভাপতি পদে দায়িত্ব পেলেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। আনচেলত্তির চুক্তিও বৈধ বলে নিশ্চিত করেছে সিবিএফ। সার্নে গ্লোবো টিভিকে জানিয়েছেন, তিনি আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তির বিষয়ে স্পর্শ করবেন না।

রদ্রিগেজ অবশ্য নিজের পদ ফিরে পেতে আপিল করেছেন দেশটির সুপ্রিমকোর্টে। দেশের ফুটবল সংস্থায় সরাসরি হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞাও দিয়ে থাকে ফিফা। তবে রদ্রিগেজের অপসানের পর ফিফা এখনও কোনো বার্তা দেয়নি। সিবিএফের নির্বাচনি প্রক্রিয়া নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ডিসেম্বরেও রদ্রিগেজকে সভাপতির পদ থেকে বরখাস্ত করেছিলেন রিও দে জেনেইরোর কোর্ট অব জাস্টিস। তবে ফেডারেশনের নিষেধাজ্ঞার শঙ্কায় এক মাস পরই তাকে আবার সভাপতি পদে বসান ব্রাজিলের বিচার মন্ত্রী জিউমাহ মেন্দেস। সম্ভাব্য নিষেধাজ্ঞা তাই বাতিল করে দেয় ফিফা। এবার রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন আদালতে করেছিলেন সিবিএফের বর্তমান বোর্ডের সহ-সভাপতিদের একজন ফার্নান্দো সার্নে। সিবিএফের সাবেক সভাপতি আন্তনিও নুনেস দে লিমার স্বাক্ষর জাল করার অভিযোগ করা হয়েছিল তার বিপক্ষে। চলতি বছরের শুরুতে নুনেস দা লিমার সঙ্গে সেই চুক্তিই রদ্রিগেজকে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের প্রধানের দায়িত্বে থাকার সুযোগ করে দেয়। তবে জাল স্বাক্ষরের ব্যাপারটা আমলে নিয়ে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া এই নির্দেশনা দেন আদালত। কার্লোস নুনেসের পক্ষে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যগত সমস্যায় তিনি শুনানিতে অংশ নিতে পারেননি। ২০১৮ সালে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে নুনেসের মানসিক সক্ষমতা প্রশ্ন থাকার ব্যাপারটিও তুলে ধরা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত