বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের আধিক্য বেড়েই চলেছে। সবশেষ লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ডের হামজা চৌধুরী, ইতালির ফাহমিদুল ইসলাম ও কানাডার সামিত সোমের। অনেক আগে থেকে খেলছেন ডেনমার্কের জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ডের তারিক কাজী। এবার আরও এক প্রবাসী বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। ইংল্যান্ড অষ্টম ডিভিশনে খেলা এই ফুটবলারের নাম জায়ান হাকিম। তাকে লাল সবুজ দলের জার্সিতে খেলানোর চেষ্টা চলছে। এরই মধ্যে ২৬ বছর বয়সী জায়ান বাংলাদেশ দলে খেলার জন্য সম্মতি দিয়েছেন। সম্মতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আনুষাঙ্গিক কাগজ পত্রও পাঠিয়ে দিয়েছেন তিনি।
জায়ান সবশেষ ইংল্যান্ডের অষ্টম ডিভিশনের ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ১৮ গোল করেছেন। অ্যাসিস্ট রয়েছে ৭টি। নতুন মৌসুমে তার সপ্তম ডিভিশনে খেলার কথা রয়েছে। নম্বর নাইন পজিশনে খেললেও জায়ান লেফট উইং ও ব্যাকে খেলতে সিদ্ধহস্ত। জায়ানের নানা বাংলাদেশি, বাড়ি নোয়াখালী। সেই নানা বিয়ে করেছেন স্প্যানিশ এক নারীকে। জায়ানের মা আবার অ্যান্টিগার বারমুডায় পরিণয়ে আবদ্ধ হয়েছেন।