ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, আহত ৬

চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, আহত ৬

জৈনপুরী বাসচাপায় চাঁদপুরে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও ছয়জন। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

রোববার (৮ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার উপর এ প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ছিদ্দিকুর রহমান (৫০)। অটোরিকশার চালক ছিদ্দিকের বাড়ি মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া নামক গ্রামে। নিহত অপরজন অটোরিকশার যাত্রী। তার নাম তপন চৌধুরী (৩৫)। তিনি দক্ষিণ উপজেলার বাসিন্দা।

আহতদের মধ্যে চারজনের নাম জানা যায়, তারা হলেন,-চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহআলম (৪০), কুমিল্লা দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০) ও নুসরাত আক্তার (১৮)। আহত বাকি দুজনের মধ্যে একজন কিশোর, অপরজন শিশু। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, এ দুর্ঘটনাটি ঘটে চাঁদপুরগামী অটোরিকশা ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের বাসের মধ্যে। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা মিলে সাতজন আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় রেফার করা হয় বলে ওসি জানান। তিনি আরো জানান,তাৎক্ষনিক অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।

বাস চাপা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত