ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কোরআন অবমাননার অভিযোগে বিএনপি নেতার শাস্তি দাবি

কোরআন অবমাননার অভিযোগে বিএনপি নেতার শাস্তি দাবি

পবিত্র কোরআন শরীফকে অবমাননা করায় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভণ্ডসমাবেশ করেন তারা। বক্তারা বলেন, কোরআন আল্লাহর প্রেরিত আমানত। এটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব। তারা আরো বলেন, আমরা মুসলিম, হিন্দু, সকল ধর্মের লোক কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমাণ দিয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না।

এ সময় বক্তব্য রাখেন- মোংলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক শেখ আ. রহমান, মোংলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা পৌর সাবেক কাউন্সিলর মো. ইউনুস, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেন প্রমুখ। এদিকে সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলী বলেন, আমি আমার বক্তব্যে অসাবধানতাবশত কথাটা বলেছি। রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে বাওতাবাজি করে এ কথাটি বলা আমার ভুল হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ার পর আমি মহান আল্লাহ এবং সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি।

উল্লেখ, গত শনিবার পৌর শহরের সাবেক রিমঝিম হল চত্বরে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আলোচনা সভায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী ‘কোরআন একটি ভাওতাবাজি’ বলে আখ্যায়িত করেন। তার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত