মুন্সীগঞ্জের সিরাজ্বদিখানে আবু তাহের লেংটা নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। সিরাজ্বদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, র থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।