চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় নির্যাতিতা রুজিনার বাবা আলী আহম্মদ ভুঁইয়া বাদী হয়ে মামলা করে। অসুস্থ রুজিনা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার মামলার শুনানি শেষে আদালত মামা রুবেণ মোল্লা ও মামি রোকেয়া বেগমের পক্ষে আইজীবী আবেদন করে জামিন চাইলে বাতিল করে দিলে তাদের চাঁদপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।