রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় পাট ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।