ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কুমারখালীতে সার-বীজ বিতরণ

কুমারখালীতে সার-বীজ বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে উফশি আমন ধানের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে ২০ কেজি করে রাসায়নিক সার এবং ৫ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। ঢ়ষ উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সাংবাদিক কেএমআর শাহিন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, আমন ধানের চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২০০ জন কৃষককে পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। প্রণোদনার উপকরণ কোনো কৃষক ব্যবহার না করে বিক্রি করলে বা নষ্ট করলে ভবিষ্যতে তাদের কর্মসূচি থেকে বাদ দেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত