
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন- আনিস (৩৭) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩১)। এ দম্পত্তি কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত ক্যাম্পের ওই দম্পত্তি গত রোববার দুপুরের দিকে ভুয়া কাগজপত্র নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসে। এ সময় তাদের নাম ঠিকানাসহ ভাষা সন্দেহজনক মনে হয়।
এ বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে অবহিত করা হয় এবং ওই দম্পত্তিকে আটক করে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অফিসে পাঠানো হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। গতকাল সোমবার তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ওই উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা বাদী মামলা করেছেন।