
দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে- বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার।
বক্তব্য রাখেন- গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন- প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।