ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনার কর্মশালা

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনার কর্মশালা

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে- বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার), সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার।

বক্তব্য রাখেন- গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন- প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত