ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগ

সুন্দরবনে মৎস্যজাত প্রাণির প্রজননের জন্য সবপ্রকার জলযান ও জেলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অভয়ারণ্য এলাকায় জেলেরা প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগ উঠেছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জলযান ও জেলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরও বিনা বাধায় জেলে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরছে এক শ্রেণির অসাধু জেলে। সুন্দরবনের মান্দারবাড়িয়া দোবেকী, ডিঙ্গিমারী, হলদেবুনিয়া, বালিঝাকি, পাকড়াতলী, আঙরা কোনাসহ অভয়ারণ্যে রয়েছে অবাধে মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফাঁশ জাল, বেইনজাল নেটজাল, দোন, বড়শীসহ নানা প্রকার মাছ ধরার সামগ্রী ব্যবহার করে মাছ ও কাঁকড়া ধরছে তারা। মাঝে মাঝে বন বিভাগ এসব অবৈধ ভাবে মাছ ধরারত জেলেদের আটক করে জরিমানা করলেও পরক্ষণে আবার দেখা যাচ্ছে অবৈধভাবে মাছ ধরতে। কিছু অসাধু বনকর্তা কর্মচারী প্রত্যক্ষভাবে অসাধু জেলেদের মাছ বা কাঁকড়া ধরার সহযোগিতা করছে এমন অভিযোগ রয়েছে।

যখন ঊর্ধ্বতন বনকর্তা সুন্দরবনে অভিযানে যান তখন ফাঁড়ি কর্মকর্তা বা কর্মচারীরা জেলেদের সংকেত দিয়ে ছোট ছোট খালে আত্মগোপন করিয়ে রাখে। জেলেরা জানান, বনফাঁড়ি কর্তাদের সঙ্গে চুক্তি করে প্রবেশ করে মাছ ধরলে অতি অল্প সময়ে অনেক মাছ পাওয়া যায়। এ ব্যাপারে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফরেস্টার জিয়াউর রহমান বলেন, আমরা ৩১ আগস্ট পর্যন্ত সুন্দর বনে প্রবেশের কোনো অনুমতি দিচ্ছি না। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, বনবিভাগের লোকবল কম সে কারণে বিশাল সুন্দরবনে চোরেরা চুরি করে প্রবেশ করছে আমরা অভিযানে পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত