ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর গ্যাংয়ের সদস্য হত্যা। এ হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডার তোরাবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর শহরে আলোচিত কিশোর আল আমিন হত্যার প্রধান আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গত সোমবার মামলার প্রধান আসামি কিশোর গ্যাংয়ের লিডার তোরাবুর রহমানকে আদালতে পাঠায় পুলিশ।

চাঁদপুর মডেল থানার পুলিশ জানান, গত রোববার রাতে শহরের কালিবাড়ি এলাকা থেকে আল আমিনের বন্ধু তোরাবুর রহমানকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। হত্যার ঘটনার পর থেকে সে পলাতক ছিল। ঘটনাটি ঘটেছিল গত ১২ জুলাই, গত শনিবার রাতে, শহিদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পাড়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয় আল আমিন। তাকে অর্ধমৃত অবস্থায় লেকের পানিতে ফেলে দেয় গ্যাংয়ের সদস্যরা। পরে সেই কশোর গ্যাংয়ের সদস্যরাই তাকে লেকের পানি থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন (১৭) পৌরসভার মুমিন পাড়া এলাকার রমজান আলীর ছেলে। জানা যায়, তার বন্ধু তোরাবুর রহমানই সেদিন তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। সন্ধ্যায় কয়েকজন মিলে লেকের পাশে আড্ডা দিতে বসে। তখনই শুরু হয় মারধর, এরপর ঠেলে ফেলা হয় পানিতে। অনেক দেরিতে বন্ধুদের হাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আল আমিনের পরিবার অভিযোগ করেছে, হত্যার পর নাটক সাজাতে কশোর গ্যাং সদস্যরা নিজেরাই হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত