
নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদার (২২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযাগ মিজানুর রহমান মানিক নাম একজনক গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনা সদর থানা পুলিশ গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় জেলা শহরের মক্তোরপাড়া থেকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ।
গ্রেপ্তার মিজানুর রহমানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া চরপাড়া গ্রামে। মানিক দুগিয়া বাজার মনোহারী ব্যবসা করেন। পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আজ মঙ্গলবার আদালত পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মাটরসাইকলটি নেত্রকোনা সদর উপজেলার আমতলা মানিকের শশুর বাড়ি থেকে উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, বিকাশকর্মী রিজন তালুকদার গত ১০ আগস্ট সকাল বাসা থেকে বের হয়ে যান। এ সময় তার সঙ্গে বিকাশের ১২ লাখ ৫০ হাজার ছিল। ওইদিন বিকাল ৩টার পর থেকে তার সঙ্গে যােগাযোগ করা যাছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাতে নেত্রকোনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পর ১২ আগস্ট বিকালে নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নর ঘাগড়া গ্রামের হাদিস মিয়ার বাড়ির পিছনে মগড়া নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৩ আগস্ট এ ঘটনায় নিহতর বাবা অজ্ঞাত আসামি করে নেত্রকোনা সদর থানায় মামলা করেন।
নেত্রকোনা মডেল থানারও ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, বিকাশকর্মী রিজন হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।