ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রকে জরিমানা

বোয়ালখালীতে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রকে জরিমানা

বোয়ালখালীতে অনুমোদন ও নিবন্ধন ছাড়াই চিকিৎসা দেওয়ায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসাকেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় সঙ্গে ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদন ও নিবন্ধন ব্যতীত প্রসূতিদের চিকিৎসাসেবা প্রদান, প্রেসক্রিপশনে ওষুধ লেখা প্রভৃতি অপরাধে বোয়ালখালী রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসাকেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা প্রদান করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রোকেয়া বেগম (৪৮) নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিবন্ধনহীন চিকিৎসাসেবার অপরাধে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিতে অনুমতি না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সব প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আর্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত