ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীর কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হালদা অস্থায়ী নৌপুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী, কনস্টেবল তাপস মল্লিক নেতৃত্বে এই মৃত ডলফিনটা উদ্ধার করা হয়েছে। এটির দৈঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ, ৩২ ইঞ্চি, ওজন ৩৭ কেজি এদিকে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চরি কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, জানান, ডলফিনটি পচে যাওয়ায় এটিকে সংরক্ষণ করার ব্যবস্থা না থাকায় মাটিচাপা দেওয়া হয়। জালে আটকে যাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। জালে আটকে যাওয়ার কারণে এটির ঠোঁট কেটে ফেলা হয়েছে। ডলফিনের সুরুতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। ৪৫তম মৃত ডলফিনটি গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে উদ্ধার করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জেলা মৎস্য কর্মকর্তা মহাদয়ে নির্দেশ ঘটনাস্তলে গিয়ে জানতে পারলাম নৌপুলিশের একটি টিম হালদা নদীর কাটা খালি এলাকায় থেকে মৃত অবস্থায় ডলফিন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডলফিনটি আনুমানিক ৬-৭দিন পূর্বে মৃত্যু হতে পারে। পচে যাওয়ার কারণে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এ সময় তাদেরকে সহযোগিতা করেন নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক,সদস্য মোহাম্মদ আলী, মো. ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার, রিসার্চ এসোসিয়েট এএইচএম শিহার নেওয়াজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত