ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে জামায়াতের সমাবেশ

মির্জাগঞ্জে জামায়াতের সমাবেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ মাঠে দেউলী সুবিদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেউলী সুবিদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তালেব খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, পটুয়াখালী জেলা আমীর ও পটুয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাও. শহিদুল ইসলাম আল কায়সারী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির সিরাজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শাহজাহান, সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত