
সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালানর মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে একজনকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতীত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে উক্ত দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেনকে দুই লাখা টাকা জরিমানা করা হয়।