ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিনয়বাঁশী জলদাসের জন্মদিবস পালিত

বিনয়বাঁশী জলদাসের জন্মদিবস পালিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪তম জন্মদিবস পালিত হয়েছে।

গত বুধবার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নয়ন শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

প্রধান বক্তা ছিলেন, বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত