
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে বরগুনার শিক্ষকদের সংবাদ সম্মেলন গত রোববার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা লিখিত বক্তব্য জানান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদের আহ্বায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওহাব, হোসনেয়ারা ছবি, গোলাম রহমান, এইচএম খলিলুর রহমান, মেহেদী হাসান কামাল, সাইফুল ইসলাম বাদল, হারুনুর রশিদ, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম রাজু, কেএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।