ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাথরঘাটায় মাছ ধরার ট্রলার জব্দ

১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে পাথরঘাটায় বরফসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ ও ওইউএনও । এ ছাড়া উপজেলার ১৬টি বরফ কলে নিষিদ্ধ সময় বরফ উৎপাদন এর জন্য বৈদ্যুতিক সংযোগ সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন করা হয়েছ।

বিষয়টি নিশ্চিত করেছেন, পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা শুরুর পর গত শনিবার রাতে পাথরঘাটা উপজেলার দুলাল কোম্পানির রফিকুল ইসলাম দুলালের মালিকানাধীন এফবি জাহানারা নামে একটি মাছ ধরার ট্রলারে বরফভর্তি করার খবর পায় উপজেলা মৎস্য বিভাগ। পরে এ ঘটনার সত্যতা পেয়ে ট্রলারটিকে জব্দ করে সমস্ত বরফ নষ্ট করেন, উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মৎস্য বিভাগের সদস্যরা।

ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দ্বিতীয় রাতেই ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সাগর মোহনা থেকে জব্দ করেছেন মৎস্য বিভাগ। অন্যদিকে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানের ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। এ বিষয়ে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। রাতে বরফবোঝাই একটি ট্রলার জব্দ করেছি। এ ছাড়াও আমিসহ উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তার উপস্থিততে পাথরঘাটার সব বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছেন। এ সময়ের মধ্যে কেউ মাছ ধরার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত