ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পোশাক কারখানায় আগুন

পোশাক কারখানায় আগুন

সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আয়েশা ক্লথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সঙ্গে সঙ্গে আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কারখানার সব গেট খোলা হয় এবং শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়। ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক মো. আলাউদ্দিন বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দুপুর ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয় বিকাল ৪টা ৭ মিনিটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত