ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৫ বছরের বিরতি নেবেন গার্দিওলা

১৫ বছরের বিরতি নেবেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর কোচিং থেকে লম্বা বিরতি নেবেন বলে জানিয়েছেন, পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচের এই বিরতি ১৫ বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। ৫৪ বছর বয়সি এই কোচ ম্যানসিটির ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজার, যিনি ১৮টি শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়নস লিগ। গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। গার্দিওলা এখনও নির্দিষ্ট করে বলেননি ঠিক কবে তিনি ক্লাব ছাড়বেন। তবে জানিয়েছেন, তার বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। গার্দিওলা জিকিউ স্পেনকে বলেন, আমি জানি এই সিটিতে সময় শেষ হওয়ার পর আমি থামবো, এটা একেবারেই নিশ্চিত। এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বহু আগেই। আমি জানি না কতদিন থামবো- এক বছর, দুই বছর, তিন, পাঁচ, দশ কিংবা পনেরো জানি না।

গার্দিওলা,পেপ গার্দিওলা,ম্যানচেস্টার সিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত