ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শুরু হচ্ছে ময়লা পরিষ্কার করার টুর্নামেন্ট

শুরু হচ্ছে ময়লা পরিষ্কার করার টুর্নামেন্ট

দেশের ও সমাজের মান উন্নয়নের জন্য বিভিন্ন সময় পরিত্যক্ত ময়লা পরিষ্কার করা উদ্যোগ নিয়ে থাকে তরুণরা। কিন্তু সেই মানবিক কাজকেই খেলায় রূপান্তর করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘স্পোগোমি’। ২০২৩ সালে ‘স্পোগোমি’র প্রথম বিশ্বকাপ আয়োজন করে আলোচনায় তৈরি করেছিল জাপান। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রেট ব্রিটেন। চলতি বছরেই অনুষ্ঠিত হবে স্পোগোমির দ্বিতীয় বিশ্বকাপ। যেখানে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই আসরের নিজেদের সেরা প্রতিযোগিদের বাছাই করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পোগোমির বাছাই পর্ব। আগামী ১৬ আগস্ট রাজধানীর উত্তরায় শুরু হবে এই টুর্নামেন্ট। এটির পৃষ্ঠপোষকতা করছে ওয়ান ব্যাগ ট্রাস নামের একটি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাগ ট্রাস। বিবৃতিতে জানা হয়েছে, স্পোগোমি টুর্নামেন্টে অংশ নেবে মোট ৫০টি দল। ?প্রতিটি দলে থাকবে তিনজন সদস্য। ময়লা সংগ্রহের জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হবে এবং এরপর ২০ মিনিট সময় থাকবে ময়লা বাছাইয়ের জন্য। প্রতিযোগীরা নির্ধারিত সময় ও নির্ধারিত এলাকা থেকে ময়লা সংগ্রহ করে তার ধরন ও ওজন অনুযায়ী পয়েন্ট অর্জন করবে। 

সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। যদি দল নির্ধারিত সময়ের বেশি সময় নেয়, তবে পয়েন্ট কেটে নেওয়া হবে। ?প্রতিযোগিতা এলাকায় একাধিক রেফারি নিয়োজিত থাকবেন, যারা নিরাপত্তা ও নিয়ম মানা নিশ্চিত করবেন। কোনো দল নিয়ম লঙ্ঘন করলে, রেফারি সতর্কবার্তা দিতে পারেন। একাধিক সতর্কবার্তার পরও নিয়ম না মানলে পয়েন্ট কাটা বা দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হতে পারে। উপরোক্ত নিয়ম ছাড়াও ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সব সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সরু রাস্তা ও যান চলাচলকারী এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিযোগিতা চলাকালে কোনো আঘাত বা দুর্ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে নিকটস্থ রেফারি বা কর্মীদের জানান এবং তাদের নির্দেশনা অনুসরণ করুন।

প্রতিযোগিতার নিয়মাবলী : দলের প্রথম ও শেষ সদস্যের মধ্যে দূরত্ব ১০ মিটারের বেশি হওয়া যাবে না।

গন্তব্যে পৌঁছানো হিসেবে ধরা হবে যখন দলের শেষ সদস্য ফিনিশ লাইনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা বিচারকের কাছে রিপোর্ট করবে। দৌড়ানো যাবে না (তবে দ্রুত হাঁটা অনুমোদিত)। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাপানের বাংলাদেশে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মান্যবর সাঈদা শিনিচিসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।

ময়লা পরিষ্কার,টুর্নামেন্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত