যানজট নিরসনে যে সকল গাড়ির জরিমানা করা হয়েছে, তাদের জরিমানা মওকুফসহ সকল ধরনের গাড়ির লাইসেন্স করার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ির লাইসেন্স করার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেন।
একমাস সময় পাওয়ার পর যারা লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে রাস্তা বের হবে ওই সকল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গত বুধবার জেলা প্রশাসকের আয়োজনে কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-
পুলিশ সুপার আকতার হোসেন, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক জসিম উদ্দিন, লক্ষ্মীপুর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ, লক্ষ্মীপুর সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, বিআরটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, টিআই প্রশান্ত লক্ষ্মীপুর সনাকের সভাপতি জেড এম ফারুকী, সমন্বয়ক আরমান হোসাইন, রাফি, সিএনজি মালিক সমিতির সভাপতি সবুজ, ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি মহি উদ্দিন জনি, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পরান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম শামীম, কোষাধ্যক্ষ আবুল হাসেম নান্টু, ড্রাম ট্রাক ইউনিয়নের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মিরাজ, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেনসহ প্রমুখ। এ সময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে এলাকায় যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস দেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আকতার হোসেন জানিয়েছেন সকল ড্রাম ট্রাকগুলো রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে।